সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে কুখ্যাত ৪ চোর সহ চোরাই করার যন্ত্রপাতি ও টাকা উদ্ধার।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে.এম. আজমিরুজ্জামান এর দিকনির্দেশনায় এস.আই.সৈয়দ মামুন হক সহ সঙ্গীয় ফোর্স সুন্দরগঞ্জ থানাধীন ফোরকানিয়া বাজারে অভিযান চালিয়ে কুখ্যাত চারজন চোরসহ চুরির যন্ত্রপাতি ও চুরি যাওয়া টাকা উদ্ধার করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায় পরান গ্রামস্থ শ্রী নন্দি চন্দ্র দাস (৪৫) এর বাসায় গত ১২/০৫/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ইং ১৩/০৫/২০২৩ তারিখ রাত্রি অনুমান ০৩.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা নন্দি চন্দ্রের স্ত্রীর শয়ন ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ষ্টীলের বাক্স হইতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-২৫, তারিখ- ১৭ মে, ২০২৩। সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে. এম. আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এস.আই. সৈয়দ মামুন হক মামলাটি তদন্ত শুরু করে দ্রুততম সময়ে তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আব্দুর রহিম মিয়া (৩০), ২। মোঃ আব্দুস সাত্তার @ লাল সাধু (৪৫), ৩। মোঃ রুবেল মিয়া (৩২), ৪। মোঃ মাহাবুর রহমান (২৭) কে গ্রেফতার করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ কে. এম. আজমিরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নিকট হতে চুরি করার যন্ত্রাংশ ও চোরাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে।
৪ চোর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বিজ্ঞ আদালত আসামীদের জবানবন্দি গ্রহণ করে তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এবিষয়ে মামলার বাদী নন্দি চন্দ্র জানান সুন্দরগঞ্জ থানা পুলিশের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, স্বল্প সময়ের মধ্যে তাদের চুরি যাওয়া টাকা উদ্ধার ও আসামীদের গ্রেফতার করায় সুন্দরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ৩৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩১ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে