গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ উপলক্ষে সভাপতি প্রার্থী আবু তাহেরের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খোঁজ নিয়ে জানা যায় মোঃ আবু তাহের বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা থেকে শুরু করনাকালীন সময়ে সুন্দরগঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি উপজেলায় দলীয় সকল প্রোগ্রামে স্ব-শরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন।
তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায় তাহের একজন তরুণ সুদক্ষ নেতা। তার হাত ধরে ইতোমধ্যে ছাত্রলীগ/যুবলীগের বেশ কিছু তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে। তারা জানান তাহের ভাই কর্মী গড়ার কারিগর। তাই তাকেই আসন্ন কাউন্সিলে সভাপতি হিসেবে চাচ্ছেন।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, যুবনেতা শহিদুল ইসলাম রানা, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, যুবনেতা মোঃ লাজু মিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মামুন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম পাপেল, যুবনেতা শাওন সরকার (বাবু), ছাত্রলীগ নেতা সুবাস কুমার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী বৃন্দ।
উল্লেখ্য, আগামী ১১ জুলাই দীর্ঘদিন পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ৩৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩১ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে