ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

সুন্দরগঞ্জে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাৎ , নেপথ্যে জাপা নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান!

সুন্দরগঞ্জে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাৎ , নেপথ্যে জাপা নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান! 


গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মসজিদ উন্নয়নের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয় পার্টির নেতাসহ এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট কেন্দ্রীয় মসজিদ সংস্কারের জন্য ২৯ গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর কাছে কমিটির লোকজন গেলে তিনি বরাদ্দের বিষয়টি সুবিবেচনার জন্য জেলা পরিষদে পাঠান। এতে গত ২০২০-২১ অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদ কর্তৃক সাধারণ উন্নয়ন প্রকল্পের আওতায় মেসার্স কাজী ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জামালহাট কেন্দ্রীয় জামে মসজিদের নামে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

পরে মেসার্স কাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী রিপন কাজীসহ বামনডাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা মসজিদ কমিটিকে জানান ৩ লক্ষ টাকা থেকে ভ্যাট-ট্যাক্স এবং যাবতীয় খরচ কেটে নিয়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হবে এবং আর কোনো টাকা দেয়া হবে না মর্মে ১ লক্ষ ৪০ হাজার টাকার পূবালী ব্যাংক লিমিটেড এর একটি চেক প্রদান করেন। সেই একাউন্টে টাকা না থাকায় মসজিদ কর্তৃপক্ষ চেক নিয়ে মাসের পর মাস ব্যাংকের দরজায় গেলেও টাকা তুলতে পারছেন না বলে জানা গেছে। 


এদিকে মসজিদ কমিটি কর্তৃপক্ষ অভিযোগ করে জানান, 

বরাদ্দের ৩ লক্ষ টাকার মধ্যে কিভাবে ১ লক্ষ ৬০ হাজার টাকা ভ্যাট ট্যাক্স আর খরচ বাবদ কাটা হলো? খরচের টাকা কেটে নিয়ে একটা চেক দিলেও আমরা টাকা তুলতে পারছি না বলে জানান তারা। 

মসজিদের কোষাধ্যক্ষ নুরুল হক জানান, আমাদের সাথে বরাদ্দের টাকা নয়ছয় করে চেক জালিয়াতি করা হয়েছে। একাউন্টে টাকা না থাকায় চেক দিয়ে ব্যাংক থেকে টাকা এখনো উত্তোলন করতে পারছি নি।

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আ. হামিদ মিয়ার সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, চেক দিয়ে আমরা টাকা তুলতে ব্যর্থ হচ্ছি । ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদানের ৮ মাস হলেও টাকা তুলতে পারছি না। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এই একাউন্টে কোনো টাকা নেই। জাপা নেতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি একাধিকবার জানালেও নানা ভাবে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন তিনি। 

জাপা নেতা রেজাউল হক রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ দোষ ঠিকাদারের ওপর চাপিয়ে দিয়ে দায়সারা জবাবে জানান,  এটা ঠিকাদারি কাজ। বরাদ্দ জাতীয় পার্টির মাধ্যমে হওয়ায় আমিও গিয়েছি। রেজার উপস্থিতিতে ১ লক্ষ ৬০ হাজার টাকা কেটে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মসজিদ কমিটি আর ঠিকাদার বুঝবে। আমরা মসজিদের টাকা খাই না। 

মেসার্স কাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী রিপন কাজীর মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয়ে দিলে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম কাগজ পত্র খতিয়ে দেখে বিষয়টি দেখবেন বলে জানান।

Tag
আরও খবর