সুন্দরগঞ্জে নবাগত ওসির সাথে বাজার দোকান মালিক সমিতির আলোচনা সভা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার নবাগত অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান, সুন্দরগঞ্জ থানা পৌরসভার বিট-অফিসার সাব-ইন্সপেক্টর (নিঃ) সৈয়দ মামুন হক, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম.নাহিদ আলম রাব্বির সঞ্চালনায় ও বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ মোঃ রওশন আলম , ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃজামিউল ইসলাম, সদস্যবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সুন্দরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সরকার দ্রব্যমূল্যসহ সবকিছু সহনশীলতা সম্প্রীতি বজায় রেখে ব্যবসা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইন-চার্জ কে.এম আজমিরুজ্জামান দোকানের নিরাপত্তা, যানজট, ব্যবসায়ী ও ক্রেতারা যাতে নিরাপদে তাদের ক্রয় বিক্রয় সম্পন্ন করতে পারে। সুন্দরগঞ্জ বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বাজার দোকান মালিকদের সহযোগিতা কামনা করেন।
এরপর প্রধান অতিথি সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এরপর সভাপতি সকলের পরামর্শক্রমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৫ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৯ দিন ৪৬ মিনিট আগে