কলমে-(মোঃ জাকির হোসেন রিংকু)
*****************
হে অহংকারী বিত্তবান,অর্থশালী জন,
ধনদৌলতের চিত্তে পাপে ডুবিয়াছে মন।
সুপ্তি ভাঙ্গিলে দেখিবে সকাল,
নচেৎ চির নিদ্রায় শায়িত পরকাল।
শূন্য হাতে এসেছিলে,খালি হাতে যাবে,
কাফনের কাপড় পকেট বিহীন,অন্ধকার কবরে।
আপন আপন ভাবিয়াছ যাকে করিবে পর,
নিজগৃহে পরবাসী আশ্রয় নাহে আর।
মৃত্যুর স্বাদে সংসার আর ব্যস্ততা করিবে বিদায়,
মসজিদের চার পায়ের খাটিয়া বাড়িতে,লাশ বহনের প্রত্যাশায়।
মাতা-পিতা,ভাই-বোন আত্মীয়-স্বজন,
পত্নী,পুত্র,কন্যা আর পরিজন চিরবিচ্ছেদ মায়ার বাঁধন।
আপন জন চলিতেছে চিরজনমের তরে,
গহীন অন্ধকার মাটির কবরে।
ডাকিবে মোদের লাশ,ঐ ব্যক্তি নাই যে আর,হইয়াছে অস্তিত্বহীন সাজ।
মাইকের প্রচারে অনুষ্ঠিত আজ,
এত সময় ঘোষণা: মরহুমের জানাজার নামাজ।
জনে জনে কাটিবে জংলার বাঁশ,
দলে দলে করিবে কবর খননের কাজ।
একদল খরিদ করিবে সুগন্ধি আর কাফনের কাপড়,বরই পাতা গরম পানিতে
চিরজনমের গোসল।
কালকে ছিলে হাটে ঘাটে,ধরণীতে,
একই সময় আজ জানাজা মাঠে।
অদৃশ্য চিরকাল সঙ্গী আমলে, পাপ,নেক,পুণ্য,অসহায়-গরীবকে করিয়া তুচ্ছ-তাচ্ছিল্য।
হিংসা আর অহংকারে আমলের খাতা শূন্য,
জীবাত্মার কল্যাণে নেক পরিপূর্ণ।
দুনিয়ায় কামাই কোরিয়া,আখেরাত গড়িবে,
জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করিবে।
ইহকালের সুখ দুঃখ ক্ষণস্থায়ী,পরকালের মহা পরমসুখ চিরস্থায়ী,
পাপ কর্মে প্রবল তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি অনন্তকাল দুঃখভোগ।
বয়স দরিয়া রাখিতে পারি নি ভাই,
প্রতি নিঃশ্বাসে আয়াত কমিয়াছে,
সময় কহি গেল হঠাৎ কবরের যাত্রী হাই।
দুনিয়ায় মুসাফির মেহমান মোরা,
এসেছি সফরে গন্তব্যস্থান কবরে,
সামনে কবর নাই মোদের খবর।
২ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬৯ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে