বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার মেয়ের প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই এর উপর হামলার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদ্য ১৬/০৬/২০২৩ শুক্রবার বা'দ আসর বিসিসি নির্বাচন চলাকালে শায়েখে চরমোনাই এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং অবিলম্বে ব্যর্থ সিইসি'র পদত্যাগের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আন্দোলনের নগর ও জেলা নেতৃবৃন্দ উপরোক্ত প্রত্যয় ব্যাক্ত করেন। নেতৃবৃন্দ শায়েখে চরমোনাই এর উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দায়ী করেন। অবিলম্বে সিইসির পদত্যাগ দাবী করেন।
নেতৃবৃন্দ বর্তমান সরকারকেও অবিলম্বে পদত্যাগ করত নিবন্ধিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের মহানগর সহ সভাপতি, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী। সঞ্চালনা করেন নগর আন্দোলনের সেক্রেটারি মুফতি হোসাইন আহমদ।
আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা সহ সভাপতি, মাওলানা মাঈনউদ্দীন আজাদী জেলা সেক্রেটারি, মাওলানা আবুবকর ছিদ্দিক মাজেদুল, ইসলামী শ্রমিক আন্দোলনের নগর সভাপতি মোঃ ইকবাল হোসেন হাওলাদার, ইসলামি যুব আন্দোলন জেলা সভাপতি, মাওলানা দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, নগর যুব আন্দোনল সভাপতি, মুফতি মুহাম্মদ ফরহাদুল ইসলাম , নগর ছাত্র আন্দোলনের সভাপতি, মোহাম্মদ মুতাসিম বিল্লাহ জেলা ছাত্র আন্দোলন সভাপতি, ডি এম গোলাম সরোয়ার প্রমূখ।