নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

শ্রীপুরে ৬৫ হাজার টাকার খাসি


গাজীপুরের শ্রীপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জমতে শুরু করেছে পশুর হাট।সেই লক্ষ্যে উপজেলার কেওয়া বাজারে  কোরবানির হাটে উঠেছে ৫৫ কেজি ওজনের ভারতের রাজ্যস্থানের নিয়তি তোতাপুরি একটি খাসি। তা দেখতে ছোটখাটো একটি গরুর সমান! এর দাম চাওয়া হয়েছে ৬৫ হাজার টাকা! বিদেশি জাতের খাসি পালন করে স্থানীয়দের চমকে দিয়েছে একজন দোকানি।



শুক্রবার কেওয়া পশু হাটে এই খাসিটিকে তোলা হলে একনজর দেখতে ভিড় করেছিলেন ক্রেতা-বিক্রেতাসহ বিপুল দর্শনার্থী। বিশেষ করে হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল খাসিটি।এটাই ছিল বাজারের সবচেয়ে বড় খাসি।


খাসিটির মালিক উপজেলা মসজিদ মার্কেটের দোকানি শেখ হযরত আলী ১নং ওয়ার্ডের পৌর এলাকার শেখ আদব আলী ছেলে।খাসিটিকে শখ করে নাম রাখে ‘বুড়ি’।দুই বছর ধরে খাসিটি সে লালন-পালন করছে। ছাগল উচ্চতায় বড় এবং দেখতে সুন্দর হওয়ায় তার খাসিটি এলাকায় সাড়া ফেলেছে।


সরেজমিনে পশু হাটে গিয়ে দেখা যায়,হযরত বিশাল খাসিটি দড়ি ধরে দাড়িয়ে আছে পাশে ছিলো দুই নাতি।খাসিটি দেখতে অনেকে ভিড় করেছেন।তাঁর সাথে  ভ্যাগ ভর্তি বিভিন্ন পাতাও ছিল।যা অতি যত্ন করে খাওয়াছিল খাসিটিকে।হাটে আসা অনেক ক্রেতা ও দর্শনার্থীরা খাসিটিকে একনজর দেখতে ভিড় করছে। দর্শনার্থীরা এসে খাসিটির ছবি তুলছেন। অনেকে আবার এসে দাম জিজ্ঞাসা করছে।


হযরত বলেন,তিনি দুই বছর আগে নাটোরের হয়বতপুর হাট থেকে ২২ হাজার টাকায় ভারতের রাজ্যস্থানের নিয়তি তোতাপুরী জাতের খাসি কিনে এনেছিলেন। দুই বছর ধরে আমি খাসিটিকে লালন-পালন করে বড় করেছি।নাতি শখ করে নাম রাখি ‘’বুড়ি",। বুড়ি বলে ডাক দিলেই সে সাড়া দেয়। খাসিটিকে আমি খড়, ভুসি ও ঘাস খাওয়াই। এটিকে বিক্রির জন্য আজ হাটে তুলেছি। আমার সঙ্গে দুই নাতি এসেছেন। দাম চাচ্ছি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে ৪৫ হাজার টাকা দাম হয়েছে। ৫৫ টাকা হলে বিক্রি করে দেব।এর আগে একই জাতের খাসি ৯৫ হাজার টাকায় বিক্রি করি।



হাটে আসা দর্শনার্থী কালাম পারভেজ বলেন, আমার এটাই মনে হলো বাজারের বড়ো খাসি। হাটে ঢুকতেই খাসিটি আমার নজর কাড়ে।


আরেক দর্শনার্থী রহমান বলেন,খাসিটি দেখতে মোটামোটি ছোটখাটো একটি গরুর সমান। আমি খাসির একটা ছবি তুলেছি।


হাটে খাসি কিনতে আসা ক্রেতা নাজিম শেখ বলেন, আমি কোরবানির জন্য একটি খাসি কিনতে হাটে এসেছি। হাটে বেশ কয়েকটি খাসি দেখলাম। তার মধ্যে বুড়ি নামের খাসিটি আকারে অন্য রকম।


হাটের ইজারাদারের প্রতিনিধি মো.সেলিম বলেন, আজকে হাটে একটি বড় খাসি উঠেছে। খাসিটির ওজন ৫৫ কেজি হবে। বিক্রেতা ৬৫ হাজার টাকা দাম চাচ্ছে।


এদিকে সরকারি হিসাব মতে, উপজেলায় খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার ১৮ হাজার ৫৩৬টি কোরবানি যোগ্য পশু  প্রস্তুত করেছেন। এর মধ্যে ৭ হাজার ৩৫৩টি ষাঁড় ও বলদ ১ হাজার ৫০টি,গাভী ৩ হাজার ৩৬০টি,মহিষ ২১০টি,ছাগল ৬ হাজার ৩৫০টি ও ২১৩ টি ভেড়া কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এ.কে.এম.আতিকুর রহমান জানান, এ বছর  উপজেলায় প্রায় ২ হাজার ২ শত খামারে ১৮হাজার ৫৩৬টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ বছর  উপজেলার বিভিন্ন পশুর হাটে রোগাক্রান্ত পশু সনাক্ত ও চিকিৎসা সেবা প্রদানে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।





Tag
আরও খবর







শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

২২৭ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে