প্রিয় নবীজির জীবন কাহিনী
********************
শুরু করব ইনশাআল্লাহ নবীজির প্রত্যেক বিবাহ নিয়ে আলোচনা।
★প্রথমেই নাম চলে এসেছে হযরত সাওদা(রাঃ)
তিনি প্রথমে সাকারান ইবনে আমর এর স্ত্রী ছিলেন।
পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ সূত্র আবদ্ধ হন। হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কন্যা।
ছয় বছর বয়সে নবীজির সঙ্গে তার বিবাহ হয়।
হিজরতের সময় ৯ বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসেন। নবীজির ওফাতের সময় তার বয়স ছিল ১৮ বছর। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর ৯ বছরের সহযোগিতার ওপর প্রভাব বিস্তার করেছিল যে, বড় বড় সাহাবায়ে কেরাম বলেন আমাদেরও সন্দেহ হতো তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা'আলা আনহার নিকট গিয়ে তা জেনে নিতাম।
হযরত আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহার নিকট গিয়ে তা জানতে পারতাম না শুধু তার বিশ্লেষণ ও আমরা সম্পূর্ণ বুঝে নিতাম।
এ সুবাদে বিখ্যাত সাহাবীগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর শিষ্য হযরত হাফসা (রাঃ) হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ছিলেন। প্রথমে উনায়স ইবনে হুজাইফার নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
কলমে;
আমীরুল ইসলাম
বিশিষ্ট আলোচক ও লেখক