"একটি বই একশটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান,"স্লোগানকে সামনে রেখে বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমুখী করার লক্ষ্যে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে বইমেলা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(১৭ সেপ্টেম্বর)বেলা ১২টায় উপজেলার মাওনা চৌরাস্তা কুসুমকলি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যানিকেতন চত্বরে কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এড. আশরাফুল ইসলাম রতনের সভাপতিত্বে ও কুসুমকলি বিদ্যানিকেতন প্রতিষ্ঠাতা পরিচালক শওকত ওসমান সেলিম সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন কথা সাহিত্যিক ও প্রকৌশলী আসিফ মেহ্দী।
তিনি বলেন,বই মানুষকে কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে আর চিন্তা শক্তিকে প্রখর করে।বইয়ের আরও একটা বিষয় আছে মানুষকে সহমর্মিতা তৈরি করে পথে-ঘাটে কেউ বিপদে পড়লে একজন বই পড়ুয়া মানুষ এগিয়ে যাবে তাকে সহযোগিতা করাব জন্য। যারা আধুনিক যুগের মানুষ বই থেকে ছাড়াছাড়ি তারা শুধু ছবি তুলবে ভিডিও করবে আর বই পড়া মানুষ তাঁর বেদনাকে উপলব্ধি করবে। একমাত্র বই পড়ার মাধ্যমে মনের মধ্যে এরকম উপলব্ধি সৃষ্টি করা যায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন দৈনিক নাগরিক ভাবনার ব্যবস্থাপনা সম্পাদক শেখ রিফান আহমেদ।বিশেষ আলোচক হিসাবে বক্তব্য দেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মো মোজাহিদ হোসেন।
অন্যান্যর মধ্য বক্তব্য দেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি লেখক রানা মাসুদ, সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল লতিফ আনসারী, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ এবং যুগ্ন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
আলোচনা সভার মাঝখানে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নিকেতনের শিক্ষার্থীদের ও অতিথিদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করনে।
এর আগে ওই বিদ্যানিকেতন প্রাঙ্গনে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা ফিতা কেটে কথা সাহিত্যিক ও প্রকৌশলী আসিফ মেহ্দীর একক বই মেলার উদ্বোধন করেন।
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬৯ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে