গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ফেন্সিডিল পরিবহনকালে প্রাইভেটকারসহ মোঃ ফারুক মোল্লা(৪৫)নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১৩হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বরিবার বেলা সাড়ে ৩ টায় র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে জানান।
আটককৃত মোঃ ফারুক মোল্লা নড়াইলের
সদরের সিকদারবাড়ীর এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে।
মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী নীলফামারী থেকে টাঙ্গাইল হয়ে প্রাইভেটকার করে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে।
এমন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টায় জেলার কালিয়াকৈর সূত্রাপুরের শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্ট্যাশনের সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মো.ফারুককে আটক করে।তার নিকটে থাকা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৯-৫১২৬ )তল্লাশি করে ৪৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ২টি মোবাইল ও নগদ ১৩হাজার ৭শত টাকা কারটি জব্দ করা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন গাড়িতে করে ভারতের সীমান্তবর্তী এলাকা হতে চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশের ঢাকা ও গাজীপুর এলাকায় পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় করে আসতেছে।তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।