গাজীপুরের শ্রীপুরে নূরুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারকে নগদ ৪ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (১৯)বেলা উপজেলার মাওনা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই অর্থ তুলে দেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল।
জানা যায়,রুমানা আলী টুসি এমপি নির্দেশনায় ৬১টি ক্ষতিগ্রস্ত পরিবার নগদ ৪ হাজার টাকা করে মোট ২লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে
এ সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল হক মাতবর, মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য হাফেজ মোহাম্মদ শামীম আহম্মেদ মৃধা, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিন ভূঁইয়া, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম খান কাশেম, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক জানিয়ে,বক্তৃতারা বলেন নারী সংসাদ রুমানা আলী টুসি এমপিসহ আমার সকলই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি। আমরা চেষ্টা করছি সকলে সম্বলিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে।তাছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা,শিল্প কারখানা ও স্থানীয়দের সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য রোববার ১৩ ই অক্টোবর গাজীপুর শ্রীপুরে নুরুল হকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুন লাগার সাথে সাথে চারপাশে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যসহ স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তীব্রতা বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরে ফায়ার সার্ভিসের ৪ টি টিম প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
২ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬৯ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে