গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপিত করেছে তেলিহাটি ইউনিয়ন যুবলীগ।
বুধবার ১৯ অক্টোবর সাড়ে ৭টায় উপজেলার তেলিহাটির টেপিরবাড়ি ছাতিরবাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম সুমনের সঞ্চালনায় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল।অনুষ্ঠিত শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেল সহ ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তরা বলেন, সারাদেশে জাতীয়ভাবে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে। যে ছোট্ট শিশুকে কোন পাপ ষ্পর্শ করেনি, তাকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বাঁচতে দেয়নি। শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবো। আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার, জহির ইসলাম জজ রাসেল আহমেদ শহীদ, জাকির হোসেন, শহিদুল ইসলাম সুমন শেখ শাহিন মোডল, সারওয়ার জাহান সাগর,হুমায়ুন, জমিদার, আজাহার, আনোয়ার, সামসুল হক প্রমুখ।
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬৯ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে