গাজীপুরে সদরে পিকআপের পিছনের বডিতে প্লেইন শিট দিয়ে আলাদা চেম্বার তৈরি করে ১৩০ কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান(২২)নামের জনকে আটক করেছে র্যাব-১।এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬ শত ৩৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৫টায় র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান।
আটককৃত মেহেদী হাসান জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা এলাকার সায়েম সরকারের ছেলে।
মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জ জেলা হতে পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে কাপাসিয়া হয়ে গাজীপুরের দিকে যাচ্ছে।
এমন খবরের ভিত্তিতে আজ বুধবার দুপুরে গাজীপুর জেলার সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তার পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ড ভাওয়াল ন্যাশনাল পার্কের পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।
পরে দুপুর ১২টা ৩৫মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই পিকাআপসহ মেহেদী হাসানকে আটক করা হয়। পরে পিকাআপের(নম্বর ঢাকা-মেট্রো-ন-২০-৪৮৮৯)পিছনের বড়িতে কৌশলে লোহার এংগেল ও প্লেন শিট দিয়ে তৈরি বক্সের ভিতর হতে ১৩০ গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ,১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬শত ২৫টাকা উদ্ধার করা হয়।
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬৯ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে