ইসরায়েলি হামলায় ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে গাজাবাসীর দেহ আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

ইসলামপুরে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা করল নিহতের ছেলে


জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। 


নিহত সেজাব আলী তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। 



মামলায় উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহেচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে এক বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানা-পুলিশ।

গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। 

পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো, জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শূটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করেন বলে দাবি করেন পুলিশ। 


এসব ঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 


আটক ওই তিনজনকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। 


নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বলেন, 'বাবাকে হত্যার ঘটনায় ইসলামপুর থানায় মামলা দায়ের করেছি। শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। বাবা নিরপরাধ মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিলো।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে হত্যা মামলা করেছেন। আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।'



আরও খবর