আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

সরিষাবাড়িতে অটোবাইক চালক হত্যার প্রধান আসামী গ্রেফতার।

সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর অটোবাইক চুরিসহ হত্যা মামলায় হত্যার রহস্য উদঘাটন, চোরাইমাল উদ্ধার এবং মূল আসামী গ্রেফতার। 


 গত ১৪/০৩/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় অত্র মামলার ডিসিষ্ট  স্বাধীন মিয়া(২১) পিতা-মৃত জলিল খাঁ, সাং-মাজালিয়া থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর একজন অটো চালক ছিলেন। প্রতিদিনের ন্যায় ডিসিষ্ট অটো চালানোর জন্য সরিষাবাড়ীর উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ডিসিষ্ট আর বাড়ীতে ফিরে আসে যায় নাই। ডিসিষ্ট এর মা এবং নিকট আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিতে থাকিয়া এক পর্যায়ে লোকমারফত সংবাদ পান যে বয়ড়া ব্রিজের নিজে সুবর্নাখালি নদীতে একটি লাশ ভেসে আছে। পরবর্তীতে ডিসিষ্ট এর মা এবং আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডিসিষ্ট এর লাশ সনাক্ত করত: উক্ত ঘটনার বিষয়ে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যাইয়া  লাশ উদ্ধার করত: লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। পরবর্তীতে পুলিশ সুপার জামালপুর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৩/২০২৩খ্রি: তারিখ সরিষাবাড়ী থানাধীণ বয়ড়া এলাকা হইতে মামলার মূল আসামী মোঃ জামাল উদ্দিন(৩৫) পিতা-মোঃ আঃ গণি, সাং-মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরকে গ্রেফতার পূর্বক আসামীর দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া ডিসিষ্ট এর চুরি হওয়া অটোগাড়ীটি উদ্ধার করা হয় ও গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আরও খবর





ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে