কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার

যশোরের শার্শার বাগআঁচড়ায় হাতুড়ে ডাক্তার সাঈদের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু:

 

যশোরের শার্শার বাগআঁচড়ায় হাতুড়ে ডাক্তার আবু সাঈদের ভুল চিকিৎসায় ফারিহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ফারিহা উপজেলার চালতিয়াবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী মধ্যে। জানাগেছে, বিগত কয়েক বছর পূর্বে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের আজিবার রহমানের  ছেলে গ্রাম্য হাতুড়ে ডাক্তার আবু সাঈদ  বাগআঁচড়া বাজারে শিশু চেম্বার নামে একটিু ক্লিনিক খুলে বসে। শুক্রবার বিকেলে সাঈদের ওই ক্লিনিকে উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের শিশু কণ্যা ফারিয়া চিকিৎসা নিতে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় হাতুড়ে ডাক্তার সাঈদ স্বজনরা কিছু বুঝে উঠার আগেই তড়িঘড়ি করে মৃত্যু শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলে। ফলে নিরুপায় হয়ে শিশুটির স্বজনেরা মৃত্যু শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।



সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভে ফঁসে উঠে। তারা হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা সিভিল সার্জন, উপজেলা সাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছে। এবিষয়ে শিশু চেম্বারের স্বত্বাধিকারী আবু সাঈদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি চিকিৎসা দেয়নি। তবে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল দেখে বাহির থেকে অক্সিজেন সিলিন্ডার এনে দেওয়ার পর অক্সিজেন চলাকালীন শিশুটির মৃত্যু হয়। এব্যাপারে উপজেলা সাস্থ্য কর্মকর্তা ইছুফ আলী বলেন, ইতিপূর্বে অভিযোগের ভিত্তিতে তার চেম্বারটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা উপেক্ষা করে চেম্বার চালাচ্ছে সেটা আমার জানা নেই। শিশু মৃত্যুর বিষয়টি এই মাত্র শুনলাম। এবিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর