যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে নারী শিশুসহ প্রায় ২ শতাধিক শিশু, নারী ও পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে । সোমবার ঈদের দিন খাদ্যে বিষক্রিয়ার ফলে (ফুড পয়জনিং) অধিকাংশ রোগীর পেটে ব্যথা ও বমির লক্ষণ দেখা গেছে। এসব লক্ষণ নিয়ে ঈদের দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত নারী শিশু ও বিভিন্ন বয়সের পুরুষসহ অন্তত ২শ' ১৩ জনকে ভর্তি করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব জানিয়েছেন।
তিনি জানান, ঈদের দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ৫৩ জনকে চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে। ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা খুলনাসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভর্তিকৃত বাকিদের অবস্থা উন্নতির দিকে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত উপজেলার কাপাশহাটী গ্রামের মাওলানা তাকিব হুসাইনের পরিবারের ৩ জন, বেঙ্গল টেক্সটাইল মিল মসজিদের ইমাম সাহেবের পরিবারের ৮ জন, প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামের ৫ জন, গুয়াখোলা, বুইকারা, শংকরপাশাসহ বিভিন্ন গ্রামের প্রায় ২শ' ১৩ জন রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলার কাপাশহাটী গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন বলেন, ঈদের দিন বিকালে স্বপরিবারে ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতু সংলগ্ন এক ঈদ মেলায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক স্টল থেকে ফুচকা খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফেরার পর পেটে ব্যথার সঙ্গে বমি শুরু হয় তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘ঈদের দিন থেকে আজ (বুধবার) পর্যন্ত ২শ' ১৩ জন ফুড পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) রোগীকে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছেন। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে।আশা করি খুব দ্রুতই সকলে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে।
এদিকে যে দোকান থেকে ফুচকা খেয়ে এরকম অসুস্থ হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং এলাকার সচেতন মহল।
৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৩ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে