স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া ব্লাড ব্যাংক -এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন ও অসহায় একশত বিশ টি পরিবারের মাঝে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সকল সদস্যদের আর্থিক সহায়তায় এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ রবিউল ইসলাম, পরিমল বিশ্বাস, বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সভাপতি রিয়াদ হোসেন শিকু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান রিয়াদ,সহ- সাধারণ সম্পাদক মো: ওয়ালিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক সোহান আহম্মেদ নিরব, সহ- সাংগঠনিক সম্পাদক বি, এম রাকিব,সহ সাংগঠনিক সম্পাদক : ফয়ছাল খান শ্রাবণ দপ্তর সম্পাদক, মো: সাজিদ হাসান,প্রচার সম্পাদক রমজানুল ইসলাম নয়ন,রক্তদান বিষয় সম্পাদক, তাহমিল রেজা লাম,আহম্মেদ হাসান,সদস্য, মাহমুদ হোসেন, মোঃ তাসিম বিল্লাহ, আবু নাঈম, মোহাম্মদ বিল্লাল হাসান, মোহাম্মদ শাহারুপ প্রমূখ।বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলাবুট,চিড়া, মুড়ি, চিনি, সেমাই, খেজুর, আলু,নুডুলস, পেঁয়াজ, ইত্যাদি।বাঘারপাড়া ব্লাড ব্যাংক ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়,সৈয়দ হাসিবুল ইসলাম, ডা: শেখ আল মুবিনসহ এলাকার যুব সমাজের উদ্যোগে।প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সংগঠনটি বাঘারপাড়া উপজেলার দরিদ্র পরিবারগুলোর মাঝে যারা রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুতেই ইফতার সামগ্রী পৌঁছে দেয়। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সদস্য ও সেচ্ছাসেবীরা অর্থায়ন করে থাকেন।বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ রবিউল ইসলাম শুরু থেকে বিগত কার্যক্রমের প্রশংসা করে বলেন, এলাকার যুব সমাজের উদ্যোগে সংগঠনটি সেবা মূলক কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে সমাজের দরিদ্র পরিবারগুলো উপকৃত হচ্ছে। আশা প্রকাশ করেন যে, বাঘারপাড়া ব্লাড ব্যাংক আরও এগিয়ে যাবে এবং তাদের কার্যক্রমের সফলতা অব্যাহত থাকবে।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান।