যশোরের অভয়নগরে শনিবার (২রা মার্চ) দুপুরের দিকে পুড়াখালী গ্রামের ফকির বাগান এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী আতিয়ার বিশ্বাস নিহত হয়েছেন।
নিহত আতিয়ার বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়ি দিঘীরপাড় গ্রাম থেকে অন্যান্য দিনের মতো নোওয়াপাড়া বাজারে সরিষা বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুড়াখালি ফকির বাগান এলাকায় মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক আতিয়ার বিশ্বাসকে ধাক্কা দেয়, সে চাকার নিচে সাইকেলসহ পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে আসলে ট্রাক চালক পালিয়ে চলে যায়। ঘটনাস্থলে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার সংবাদ শুনে ছুটে আসেন স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন। উপস্থিত হয়ে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলার সিদ্ধান্ত নেয়নি।পাথালিয়া পুলিশ ক্যাম্প ট্রাকটি জব্দ করেছেন।এদিকে দিঘীরপাড় গ্রামে আতিয়ার বিশ্বাসের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবসমাজ এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন।
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ৪৬ মিনিট আগে