বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক- ৪

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে আব্দুর রব হাওলাদার এবং বেলায়েত হোসেন নামের দু'জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। হামলার পর ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতরা দু'জন একে অপরের সম্পর্কে চাচা-ভাতিজা। সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


হত্যাকান্ডের তথ্য নিশ্চিত করে পুলিশ জানিয়েছেন, 'খুন হওয়া ৬২ বছর বয়সী আব্দুর রব হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট গ্রামের মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহত অপরজনের নাম মো. বেলায়েত হোসেন। তিনি রব হাওলাদারের ভাতিজা। ৫৬ বছর বয়সী বেলায়েত'র বাবার নাম মকবুল হোসেন হাওলাদার। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টর এলাকায় একটি পোষাক কারখানায় চাকুরী করেন। গেলো সপ্তাহে ঈদ করতে ছুটিতে বাড়ি এসেছেন।'


নিহতদের বিষয়ে ঐ গ্রামের অনেকেই বলেছেন, 'খুন হওয়া রব হাওলাদার একাধিকবার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। 


চাচারম রবের সাথে খুন হওয়া ভাতিজা বেলায়েত  পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন চাচার খুনীদের চিনে ফেলায় ভাতিজা বেলায়েতকেও মেরে ফেলেছে খুনিরা।


 সোমবার (২৪ এপ্রিল) রব হাওলাদার এবং তার ভাতিজা বেলায়েত খুনের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। এসব বাহীনির উদ্ধর্তন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুলিশ রক্তাক্ত দুজনকে নিথর অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঐসময়ে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। এতথ্য জানিয়েছেন রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইনগত সকল ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।'


ঘটনার পর মোল্লারহাট নামক এলাকা থেকে সন্দেহ ভাজন ১৯ বছর বয়সী আসাদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায় আসাদের বাড়ি খুলনার দৌললতপুর রেলগেট এলাকায়। তার বাবার নাম ইমন হোসেন হাওলাদার। এছারা খুনের ঘটনাস্থল জগাইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, আব্দুস সত্তার এর ছেলে মিজান এবং মো. খাদেম হোসেন'র এর ছেলে সজল হোসেনকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।


খুনের ঘটনা যারা দেখেছেন তাদের বরাত দিয়ে নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন বলেন, 'চাচা-ভাতিজা একসাথে বাড়ি ফিরছিলেন রাস্তায় ওৎ পেতে থাকা ১৪/১৫ জন লোক তাদের পথ আগলে দাঁড়ায়। এবং কুপিয়ে হত্যা করে চলে চায়।


এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি। চাচা-ভাতিজা দুজন খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের ৩ জনেই খুনের সাথে সরাসরি জড়িতে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ খুনের ঘটনার সাথে জড়িত কেহই ছাড় পাবে না, সকলকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর



নলছিটিতে বসতঘর আগুনে পুড়ে ছাই

১০৮ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে



নলছিটিতে নার্সদের ৩ ঘন্টা কর্মবিরতি পালন

১৯৯ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে