সাইদুল ইসলাম, রাজাপুরঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় রাকিবুল ইসলাম নামের ৪০ বছর বয়সী এক যুবক হাসপাতালে মারা গেছে। রকিবুলের মৃত্যুর তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছে নিহতের ভাই তারিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় এক পক্ষের ৭৩ বছর বয়সী শফি উদ্দিন হাওলাদার, ৪৩ বছর বয়সী তারিকুল ইসলাম তারেক, ৪০ বছর বয়সী রাকিবুল ইসলাম, ৬০ বছর বয়সী নুরজাহান বেগম। এবং অপর পক্ষের ৩৭ বছর বয়সী মো. নজরুল ইসলাম হাওলাদার।
ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাকিবুলের মৃত্যু হয়।
হাসপাতালে রাকিবুল ইসলামের মৃত্যুর পর শুক্রবার দুপুরেই নিহতের ভাই তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কাঠালিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহারভূক্ত আসামীরা হলো ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম শহিদ, ৪৫ বছর বয়সী ইব্রাহীম হোসেন তপু হাওলাদার, ৩৭ বছর বয়সী নজরুল ইসলাম হাওলাদার, ৪৫ বছর বয়সী মো. মামুন হাওলাদার এবং ৫০ বছর বয়সী মো. মিজান হাওলাদার।
থানায় এজাজার দ্বায়েরের তথ্য নিশ্চিত করে কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন হোসেন বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেয়া হবে।
১৪ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৩ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৯৪ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২৯ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
১৮৫ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
২৬৫ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
২৬৫ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২৭১ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে