ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। সিনিয়র শিক্ষক রঞ্জিতা দত্তের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন , বিশেষ অতিথি উপাধ্যক্ষ সগীর মাহমুদ,সিনিয়র শিক্ষক রতন রায় প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মনি আক্তার ওঅধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী দিশা আক্তার, ৮ম শ্রেনির পরীক্ষার্থী মিম আক্তার।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।ব্যারিষ্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুর -কাঠালিয়ায় অবহেলিত এলাকায় স্কুল- কলেজ প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
২১ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৮০ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১০১ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১৩৬ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯২ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২৭২ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৭২ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২৭৮ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে