ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮মে সকাল ১০টার সময় জেলা পরিষদ সম্মেলন কক্ষে রুপান্তর ও প্লান্ট ইন্টার ন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুপান্তরের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমানের সঞ্চালনায়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন-অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। উক্ত অনুষ্ঠানে জেলার ২৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণ মাধ্যমের করণীয় নিয়ে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম হারুন-অর রশিদ,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম.এ কবির, সাধারন সম্পাদক শাহিদুর রহমান সন্টু, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনছারী ও ৭১ টিভির রাজিব হাসান এসএ টিভির ফয়সাল আহমেদ সাংবাদিক কে এম মোঃ সালেহ, শাহিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণ পরিবহনকে নারী বান্ধব ও যৌন হয়রানী মুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বিত্তিমূলক প্রশিক্ষনের আওতায় আসতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেই সাথে বাল্য বিবাহ নিরোধ কল্পে আইনের সঠিক ব্যবহার করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা যেতে পারে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ভিত্তিক ব্যাপক সচেতনতা বৃদ্ধি করাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অভিভাবক ও সামাজিক ভাবে সকলকে সচেতন করতে হবে।
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে