ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বিভিন্ন গ্রামে অবাদে চলছে গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা এখন ওপেন সিক্রেট।সেই সাথে শুরু হয়েছে গাঁজার চাষ। এসব ব্যবসা করে অনেকেই আজ লাখপতি। দেখা গেছে দুই বছর আগে সে পরের বাড়ি কামলা দিতে। কিন্তু হঠাৎ তাদের পরিবর্তন। সাদা লুঙ্গি দামী মটরবাইক সোনার চেইন গলায় হাতে সোনার আংটি সমাজের মাতুব্বর ও স্থানীয় প্রশাসনের সাথে বসে চা সিগারেট পান করা। তার চলা টা যেন রাজকীয়। তখন খোঁজ খবর নিয়ে দেখা গেল তিনি মাদকের বড় গডফাদার।তার নিয়ন্ত্রণে ভ্যান চালক,গ্রাম পুলিশ ও সেলুন,চায়ের দােকান সহপ্রায় ৫০জন লোক মাদক দ্রব্য বেচাকেনার সাথে জড়িত রয়েছে। সমাজের সাধারণ মানুষের দাবি তাদের কারনে আমাদের সন্তানরা মাদকে আশক্ত হয়ে গেছে কোন ভাবে ফেরানো যাচ্ছে না। ঠিক মত লেখা পড়াও করে না। কিন্তু এদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোন অভিযান করে না।সম্প্রতি ঝিনাইদহ ডিবি পুলিশ শৈলকূপার মিনগ্রাম থেকে গাঁজার গাছ সহ জিয়া বিশ্বাস, হামজা বিশ্বাস সহ ৩ গাঁজা চাষী কে আটক করলো। অথচ পাশেই রয়েছে হাটফাজিল পুর পুলিশ ক্যাম্প তারা কি জানেনা যেএই এলকার কারা বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত এটা এলাকাবাসীর প্রশ্ন,,,,, তবে আমার ধারনা তারা নাও জানতে পারে,,,,,কারণ,,,,,,, বিভিন্ন আইনশৃংখলা মিটিংয়ে যেয়ে অনেক নিয়মের নীতিবাক্য শুনি সে গুলো কতটুকু বাস্তবায়ন হয় সেটা আমার জানা নেই ।তাই আসুন সবাই মাদক সহ সমাজের বিভিন্ন অসামাজিক কাজ কর্মথেকে বিরত থাকি সেই সাথে সন্তানদের লেখা পড়া শিখিয়ে তাদের সুন্দর জীবন গড়ে তুলি।
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে