জামালপুরের সাহসী সাংবাদিক মানবজমিন ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শনিবার ১২ টার সময় ঝিনাইদহের সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি ও ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসব কর্মসুচিতে অংশ গ্রহনে করেন।
দুপুর ১২টার সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমবেত হতে থাকে। এরপর সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যার বিচার না হলে কলমের পাশাপাশি এবার লাঠি হাতে নিয়ে মাঠে নামতে বাধ্য হব।
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে