ঝিনাইদহের মহেশপুরে যুবলীগ নেতা আবু হানিফ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। সেসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। কর্মসূচীতে নিহতের পিতা রফিকুল ইসলাম, চাচাতো ভাই মতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন, এলাকাবাসীসহ জনপ্রতিনিরা অংশ নেয়।
গত ২১ জুলাই বিকেলে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলার সময় সংঘর্ষে যুবলীগ নেতা আবু হানিফসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করে।
১ দিন ৭ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে