জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শবর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন

ঝিনাইদহে সাক্ষ্য দিয়ে ফেরার পথে হামলার শিকার দুই সাংবাদিক




ঝিনাইদহের একটি আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- ঝিনাইদহে ‘এখন’ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন ও দৈনিক ‘ডেইলি বাংলাদেশের’ জেলা প্রতিনিধি রামিম হাসান। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

এর আগে, দুপুর ১টা ৪০মিনিটের দিকে ঝিনাইদহ ডিসি কার্যালয়ের পশ্চিম দিকের গেটের সামনের পাকা রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।


আহত দুই সাংবাদিক জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাক্ষী দিয়ে জেলা শহরে ফিরছিলেন দুই সাংবাদিক। এ সময় তারা ঝিনাইদহ ডিসি অফিসের পশ্চিম দিকে গেট দিয়ে বেরিয়ে একটি ইজিবাইকে ওঠেন। তখনই শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরো নামে দুইজন তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়।


সাংবাদিক আব্দুর রহমান মিল্টন অভিযোগ করে জানান, ২০১৮ সালের ১৫ জানুয়ারি জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় কার্যালয়ে আহমেদ নাসিম আনসারী অনুপস্থিত থাকায় প্রাণে বেঁচে যান। তবে ওই অফিসে থাকা মিল্টন ও জহির সহ সাংবাদিকরা হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় মিল্টন ও জহিরকে। এ ঘটনায় একই এলাকার শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করা হয়েছিল।

আব্দুর রহমান মিল্টন বলেন, ‘২০১৯ সালে ২৬ এপ্রিল ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন তারা।’

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মো. আকতারুজামান লিটন বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নেমেছে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ সোহেল রানা বলেন, ‘সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর