সিন্থিয়ার বাড়ি হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামে, বয়স ৫ বছর, তার পিতার নাম সাগর । শিশুটিকে গত রাতে বারোটায় বিছানা থেকে ছবির কালাচ Common krait সাপটি কামড় দেয় । সারারাত সিন্থিয়ার স্বজনরা ওঝা দিয়ে ঝাড়-ফুক করে বিষ নামায় ।
সকালে অবস্থা খারাপ হয়ে অচেতন হয়ে গেলে সকাল নয়টায় কামড় খাওয়ার নয় ঘন্টা পরে তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে, সদর হাসপাতালে এন্টিভেনোম না থাকায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে সদর হাসপাতাল । ফরিদপুর মেডিকেলে নিয়েও যায় তাকে, কিন্তু ততক্ষনে সিন্থিয়ার অবস্থা শেষ । ফরিদপুর মেডিকেলে তাকে এন্টিভেনোম দেওয়ার আগেই সিন্থিয়ার মৃত্যু হয় !
উল্লেখ্য- ঝিনাইদহ সদর হাসপাতালসহ ৬টি হাসপাতালে এন্টিভেনোম না থাকায় অনেক মানুষের প্রাণহানী ঘটলো,অথচ সিভিল সার্জন জনপ্রতিনিধি ঝিনাইদহের ৪ টি আসনের সংসদ সদস্যদের কোনো মাথা ব্যাথা নেই। আর কত প্রাণ গেলে অ্যান্টিভেনম জোগাড় হবে।
১ দিন ৭ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে