ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার রাকড়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে গাজীর বাজার আসছিলেন আরিফুল। পথিমধ্যে তেঘরীহুদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আরিফুল ও বাইসাইকেল চালক আলেক হোসেন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিবলী খাতুন জানান, হাসপাতালে আসার আগেই আরিফুল মারা গেছেন। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে