ঝিনাইদহের শৈলকুপায় ফজলুল হক নিজাম উদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে পুলিশের পোশাক পড়ে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ওই উপজেলা করুনাকর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নারগিস নাহার রিক্তা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে আমার ঘরের দরজার তালা ভেঙে সাত থেকে আট জনের একটি অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। এদের মধ্যে পুলিশের পোশাক পড়া একজন-সহ তিনজন আমার ঘরে প্রবেশ করে। এ সময় তারা আমার হাত বেঁধে ফেলে ও ছেলে মানিকের গলায় চাকু ধরে হত্যার হুমকি দেয় এবং বলে যা কিছু আছে সব দিয়ে দে, নাহলে তোর ছেলেকে মেরে ফেলব। সেইসাথে তার ছোট ভাই কেউ মারধর করে ঘরের শোকচের ডয়ারের তালা ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণ ও নগদ ৩২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, আমি অন্য রুমের চাবি দিতে না চাইলে তারা বলে তোর এলাকার লোক আমাদের ডেকে এনেছে, তাছাড়াও তোর স্বামী দীর্ঘ দিন বিদেশে থাকে। যা আছে ভালোভাবে বলছি দিয়ে দে।
প্রতিবেশী আলাউদ্দিন জানান, এই বাড়ির মালিক নিজাম দীর্ঘদিন বিদেশে থাকে পরিকল্পিতভাবে ডাকাতি হয়েছে বলে আমার ধারনা।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, আমার এলাকায় চুরি-ডাকাতি ছিল না, কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যা খুব দুঃখজনক। তবে প্রশাসনের সাথে কথাও বলে ঘটনার রহস্য উদঘাটন করে যারা জড়িত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।
মালিথিয়া পুলিশ ক্যাম্পর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, আসলে এটা ডাকাতি না দস্যুতা, কারণ তিনজন লোক ঘরে ডুকেছে তবে পাঁচ জনের অধিক হলে ডাকাতি হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, আমি শুনেছি আমরা ঘটনা পরিদর্শন করে আইনগতভাবে ব্যবস্থা নিব।
এই রিপোর্ট লেখা পযন্ত থানায় কোনো মামলা হয়নি।