উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করে রিপণ হত্যা মামলার বাদিকে দিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর সভার কলাহাটায় দুলাল বিশ্বাসের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্ন ,সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগর জুলফিকার কায়সার টিপু। সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম খোকন। পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় লিখিত সংবাদ পাঠ করেন মোস্তফা আরিফ রেজা মন্নু। লিখত সংবাদে রিপন হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।