বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের নামে যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।
বিক্ষোভ মিছিলটি নজরুল ইসলাম দুলালের নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকনের সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা,৮নংধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় মাঠে ছিল। এখনো আছে এবং থাকবে। অবরোধের নামে কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
৩ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে