ঝিনাইদহ -১(শৈলকুপা) আসনে বাবার জন্য গনসংযোগ করছেন সতন্ত্র(ট্রাক প্রতীক) সংসদ সদস্য প্রার্থী ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের ছেলে রাকাতুল রাতুল। শনিবার সন্ধ্যায় পৌর আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
রাকাতুল রাতুল বলেন, বাবার জন্য ভোট চাইছি। শৈলকুপায় তেমন কোন উন্নয়ন হয়নি। মানুষের উন্নয়ন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। বাবার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও ভোট চাইছি। মানুষের ব্যাপক সাড়াও পেয়েছি।
তিনি আরও বলেন, বাবা অনেক পরিশ্রম করছেন শৈলকুপার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ বাবাকে অনেক ভালোবাসে, এটা বুঝতে পারছি। বাকিটা সবাই ৭ জানুয়ারি ভোট মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবে।
এসময় রাকাতুল রাতুলের সাথে তার বন্ধুরাও মানুষের কাছে গিয়ে ট্রাক প্রতিকের লিফলেট বিতরণ করে ভোট চান। সেসময আরও উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর আওয়ামী মৎসজীবিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ আহমেদ ডাল্টন সহ অন্যান্যরা।
৩ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে