আহালান সাহালান মাহে রামাদান।লাঙ্গলবাঁধ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছেন লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ।সোমবার (১১ মার্চ) দুপুরে লাঙ্গলবাধ বাস স্ট্যান্ড মসজিদ গেট থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস স্ট্যান্ড মসজিদে এসে শেষ হয়।
র্যালীতে স্লোগান ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দিনে প্রকাশ্যে পানাহার না করা, হোটেল রেস্তোরায় খোলামেলা বেচা বিক্রি বন্ধ রাখা, নারী-পুরুষ অবাধে খোলামেলা চলা বন্ধ রাখা, বেপর্দা বেহায়াপনা বন্ধ রাখা, মুসলমানদের ঈমানী দায়িত্ব। এভাবেই রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল করেন।স্লোগানের সাথে ব্যানার,ফেস্টুন,লিফলেট বিতরণ করেন লাঙ্গলবাঁধ আঞ্চলিক ইমাম পরিষদ।স্লোগানে মুখরিত হয় পুরো বাজার।
এ সময় র্যালী ও আলোচনা সভায় অংশ নেন লাঙ্গলবাঁধের আশপাশের সকল মসজিদের ইমাম,মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিয়েকেরামগণ। সমাবেশে বক্তারা মাহে রমজানে সব ধরনের অশ্লীলতা বর্জন, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখা,সুদ- ঘুষ,মদ,জুয়া বেহায়াপনাসহ সকল অশ্লীলতা থেকে বিরত থাকা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে আহ্বান জানান।র্যালি ও আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
১ দিন ৯ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে