বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

আঁধারে হাবডুবু খাচ্ছে শৈলকুপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

উদ্বোধনের সাড়ে পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। বর্তমানে ভবনের প্রধান ফটকের তালা ও গ্রিলে ধরেছে মরিচা। প্রতিটি তলায় ধুলাবালুর আস্তরণ। কোথাও জমে আছে বৃষ্টির পানি। ভেঙে আছে জানালার গ্লাস। আসবাব, শৌচাগার, টাইলস দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েকবছর আগেই উদ্বোধন করা হয়েছে ভবনটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভার হলমার্কেট এলাকায় তিন তলা বিশিষ্ট ওই ভবনটি চালু করতে নেওয়া হয়নি কোনো উদ্দ্যোগ। বীর মুক্তিযোদ্ধারা আক্ষেপ করে বলছেন, ‘তাঁরা জীবিত অবস্থায় ভবনটি ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান।’ অন্যদিকে ভবনটি চালু নিয়ে বরাবরের মতোই আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। জানা যায়, শৈলকুপা উপজেলায় তালিকাভুক্ত ৮ শতাধিক বীর মুক্তিযোদ্ধা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে উপজেলা শহরের সিনেমা হল রোডের ব্রাক অফিসের সামনে ওই ভবনটি নির্মাণ করে সরকার। ২০১৯ সালের জুলাই মাসে ভবনটি উদ্বোধন করেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত তিন তলা ভবনে রয়েছে সভাকক্ষ, পাঠকক্ষ, উপজেলা কমান্ডারের অফিস কক্ষ এবং বরাদ্দের জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ভবনের দোকান ভাড়ার আয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দৈনন্দিন ব্যয় মেটানো, রক্ষণাবেক্ষণ, একই সঙ্গে ভবিষ্যতের জন্যও সঞ্চয় করার কথা থাকলেও ৫ বছর পার হলেও ভবনটিতে একদিনের জন্যও মুক্তিযোদ্ধাদের কার্যক্রম পরিচালিত হয়নি। মুক্তিযোদ্ধারা বলছেন, নেতৃত্বের দ্বন্দ্বেই বন্ধ রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। অন্যদিকে নির্বাচিত কমিটিও নেই। কমিটি থাকলে এমনটা হতো না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিথা ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের মধ্যে চরম গ্রুপদ্বন্দ্ব থাকায় ভবনটি চালু হয়নি। এক পক্ষ আরেক পক্ষের ব্যবহারের দখল নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগীতা থাকায় মূলত কোনো পদক্ষেপ আসেনি। এছাড়া এই দ্ব›দ্বের কারণে দীর্ঘ ৯ বছরর মুক্তিযোদ্ধা সংসদের কোনো নির্বাচনও অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, যেকোনা সভা, প্রতিদিনি আড্ডা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের অফিস বা ভবন নেই। নিজেদের বিশাল ভবন থাকলেও ব্যবহার করতে পারছিনা। তাই ভবনটি সংস্কার করে দ্রুত চালু করার দাবি জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টুলু বলেন, ‘দীর্ঘদিন যাবৎ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নেই। তাই সংসদ পরিচালনার কোন কমিটি নেই। এজন্য ভবন রক্ষণাবেক্ষণের পিয়ন-নাইটগার্ড নেই। এছাড়া নির্বাচিত কমিটি ছাড়া কেউ কাউকে মানতে নারাজ। তাই কেউ কমপ্লেক্স ভবন যথাসময়ে খোলা-বন্ধ করাসহ মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চান না। এ জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বন্ধ রয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের পদচারণা নেই, থাকলে ভবনটির প্রাণ ফিরে পেত। ভবন থাকতো পরিষ্কার পরিচ্ছন, এমনকি নতুন প্রজন্মের মানুষগুলো সেখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারতো।’ বীর মুক্তিযোদ্ধা সোবহান হোসেন বলেন,‘উদ্বোধনের পরদিন থেকে ভবনটিতে এক সেকেন্ডের জন্যও পরিচালিত হয়নি মুক্তিযোদ্ধাদের কার্যত্রম। জীবিত অবস্থায় মুক্তিযোদ্ধারা এই অট্টালিকা ভবন যদি ভোগদখল এমনকি ব্যবহার করে আত্নতৃপ্তি নাই পায়,তাহলে মৃত্যুর পর অট্টালিকা ভবন দিয়ে মুক্তিযোদ্ধার লাভ কি?’ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিথা বলেন, ‘অনেক বছর যাবৎ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটি নেই। বর্তমানে ইউএনও ভারপ্রাপ্ত কমান্ডার। কমিটি না থাকার কারণেই উদ্বোধনের পর থেকেই ভবনটি পড়ে আছে।’ শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার স্নিগ্ধা দাস বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের বিষয়ে সরকারীভাবে কোন নির্দেশনা নেই। কমপ্লেক্স ভবনটিতে বসার বিষয়ে মুক্তিযোদ্ধারা আমার কাছে এসেছিলেন। শীঘ্রই তাদের সাথে আলোচনায় বসা হবে।
Tag
আরও খবর