জয়পুরহাটের পাঁচবিবিতে "নিখোজের প্রায় পাঁচ মাস পর কলেজ ছাত্র নাঈম ইসলামের সম্পূর্ণ গলিত মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনাকে র্যাব-৫ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে ও মহিপুর হাজি মহসিন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈম ইসলাম গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন থেকে নিখোঁজ হয়।
শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর সংস্কার কাজ করাকালীন গোসল খানার মেঝের কাজ করার সময় কর্মরত রাজমিস্ত্রি শ্রমিকরা মাটি সরাতেই জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের পচা দূর্গন্ধ পেলে পাঁচবিবি থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে সম্পূর্ণ গলিত মরদেহের হাড়গোড় উত্তোলন করা হয়।
অন্যদিকে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পলাতক স্বামী-স্ত্রীকে গতকাল রাতে আটক করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে রেজ্জাকুল আলী (৪৩) ও তার স্ত্রী সাবিনা খাতুন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, নিখোঁজের সাড়ে ৫ মাস পর গত ০৯ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় উপজেলার ধরঞ্জী বাজার সংলগ্ন একটি নির্মাধীন বাড়ীর মাটিতে পুঁতে রাখা গলিত মৃতদেহের হাড়গোরের উদ্ধার করে বগুড়া সজিমেক এর ফরেনসিক বিভাগে পাঠায় পুলিশ। সেখান থেকে মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়। নাঈমকে নারী ঘটিত বিষয়ে ফাঁসিয়ে দিয়ে রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা পরিকল্পিত ভাবে হত্যা করেছেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলা করা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান বগুড়ায় নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়।
১ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে