খাগড়াছড়ির রামগড়ে রাবেয়া আক্তার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
রবিবার (৭আগষ্ট)সকালে রামগড় ইউনিয়নের খাগড়াবিল এলাকার রুপাইছড়ি কেয়াংপাড়া স্বামীর বাড়ি হতে লাশটি উদ্ধার করে পুলিশ। সে খাগড়াবিল এলাকার আবু হানিফের ছেলে মহিউদ্দিনের(২৫) স্ত্রী।রাবেয়ার বাবার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুরের মতিনগর এলাকায়।পিতার নাম আবু হানিফ।
পুলিশ জানায়, সকালে তার শশুর বাড়ির স্বজনরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে রামগড় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর গৃহবধুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর পিতা আবু হানিফ বাদি হয়ে মামলা রুজু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৭ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২২ দিন ৪ মিনিট আগে
২২ দিন ৯ মিনিট আগে
২৪ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৯৯ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে