সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে সাপ্তাহিক বৈকালী'র নির্বাহী সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন সভাপতি এবং দৈনিক ফেনী'র নিজস্ব প্রতিবেদক ও বিবার্তা২৪'র জেলা প্রতিনিধি সাহেদ সাব্বির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মামুন (দৈনিক দেশবার্তা, দৈনিক আলোকিত সকাল), যুগ্ম- সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মামুন (দৈনিক দেশ বাংলা, সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন খোকন (দৈনিক লাল সবুজের দেশ)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণ হলেন, আবদুল্যাহ রিয়েল (সাপ্তাহিক শমসের নগর), ইঞ্জিনিয়ার জাফর উল্যাহ রুবেল (পূর্বপশ্চিম), কাজী নজরুল ইসলাম সানি (সাপ্তাহিক শমসের নগর)। সাধারন সদস্য শাখাওয়াত হোসেন বাবু (সাপ্তাহিক ফেনীর প্রত্যয়), সহযোগী সদস্য মোহাম্মদ উল্যাহ রাকিব (দৈনিক বাংলাদেশের আলো)।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন।
২৬ অক্টোবর শনিবার দুপুরে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি- সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষনা করা হয়।
নবনির্বাচিত সম্পাদক সাহেদ সাব্বির বলেন, রিপোর্টার্স ইউনিটি ২০১৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুশৃঙ্খল এবং সম্মিলিত ভাবে সংবাদ পরিবেশনে একে অন্যের সহযোগী হিসেবে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় চলতি সেশনেও একে অন্যের পরিপূরক হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
১৫ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৯৭ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে