জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সারা দেশের সাংবাদিকেরা তারই অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রৌমারী ও রাজিবপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগন ।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দ্রুত বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুস সবুর ফারুকী, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, সভাপতি, বিএনপি, রাজিবপুর উপজেলা শাখা, মোঃ মাহবুবুর রশীদ মন্ডল, অধ্যক্ষ, রাজিবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মোঃ রুস্তম মাহমুদ লিখন, আহ্বায়ক, যুবদল রাজিবপুর উপজেলা শাখা, মোঃ কুদ্দুস বিশ্বাস, সভাপতি, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ তরিকুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব, মোঃ সহিজল ইসলাম সজল, সাধারণ সম্পাদক, রাজীবপুর প্রেস ক্লাব, মোঃ শরিফুল ইসলাম, সভাপতি, রাজিবপুর মডেল প্রেস ক্লাব, মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রাজিবপুর মডেল প্রেস ক্লাব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে