সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

চিলমারীর ৭ মৎস্যজীবী ভারতীয় বিএসএফ এর হাতে ৫মাস থেকে আটক, পরিবারের মানবেতর জীবন-যাপন

কুড়িগ্রামের চিলমারীর মৎস্য শিকারীরা ভারতীয় মৎস্য শিকারীদের প্ররোচনায় পরেছেন, তারা মৎস্য শিকারের জন্য ভারতে যাওয়ার সময় গত ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে বিএসএফ এর হাতে আটক হয়েছেন। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৭জন মৎস্য শিকারী, তারা এখন ভারতের জেল-হাজতে মানবেতর জীবন-যাপন করছেন বলে জানা গেছে। আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় থানা থেকে ছাড়া পাওয়া, বাংলাদেশী এক আসামীর কাছে দেয়া চিরকুটে উক্ত জেল-হাজতে আটকে থাকা মীর জাহান তার স্ত্রীর কাছে জানিয়েছে। এই এপ্রিল মাসের মধ্যে তাকে জেলখানা থেকে উদ্ধার না করতে পারলে, তার স্থায়ী ভাবে সাজা হয়ে যাবে। অপরদিকে উক্ত মৎস্যজীবি ৭ জেলের স্ত্রী, ছেলে-মেয়ে ও মা বাবাসহ পরিবারে লোকেরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে (মানবেতর) দিন যাপন করছেন। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী এক পরিবারের লোক (আমির আলীর) স্ত্রী জোসনা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, তার স্বামী মৎস্য শিকারের জন্য এলাকার মৎস্যজীবিদের সাথে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতীয় সীমান্তে মাছ শিকার করতে যায়। তখন তারা ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছেন। এছাড়াও রাসেল মিয়া (৩৫) পিতাঃ মৃত আবুল হোসেন, বিপ্লব মিয়া (৪৫), পিতাঃ বাহাদুর মিয়া, মীর জাহান (৪৫) পিতাঃ শামছুল হক, বকুল মিয়া (৩৫) পিতাঃ মৃত এছাহক আলী, আঙ্গুর আলী, পিতাঃ জরিপ উদ্দিন, চাঁন মিয়া, পিতাঃ ছলিম উদ্দিন। তাদের সকালের বাড়ি রমনা মিস্ত্রি পাড়া গ্রামে। তাদের সকলের পরিবার পরিজনের সাথে কথা হলে তারা সবাই বলেন, গত নভেম্বর মাসের ৩ তারিখ বাড়ী থেকে ভারতে রওনা হন। তার পরদিন ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে তারা সীমান্তে বিএসএফ এর হাতে আটক হয়েছেন। তারা এখন মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানা আমপাতিতে রয়েছেন। ৭ টি নিরীহ পরিবার পরিজনের পক্ষ থেকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, ইউএনও ও ডিসি মহোদয় বরাবর আবেদন করলে তারা ঐ সকল পরিবারের মাঝে নগদ কিছু টাকা ও চাল বিতরন করেছেন। কিন্তু ঐ সকল মৎস্য শিকারীদের উদ্ধারের জন্য এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। মা-বাবা, স্ত্রী ও সন্তানরা তাঁদের বাবাকে ফিরে পেতে বেকুল হয়ে আছেন। উক্ত পরিবার গুলোর একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি ছিল তারা, কিন্তু দীর্ঘ সাড়ে ৫ মাস বাড়ীতে না থাকায় পরিবার, পরিজনরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমনকি ছেলে মেয়েদের লেখা-পড়াও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছেন। এসব ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলার সময় তারা হাউমাউ করে কেঁদে ফেলেন, তারা যে কোন ভাবেই হোক ভারতের জেলখানা থেকে আটক থাকা ৭ জনকে ছাড়িয়ে আনার জন্য, বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের নিকট করুণ আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রুকুনুজ্জামান স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ভুক্তভোগীদের যাবতীয় সহযোগিতা করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে। ভুক্তভোগী পরিবারের মাঝে ইতিপুর্বে জেলা প্রাশাসকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা এবং উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ২০০০/-(দুই হাজার) টাকা প্রদান করা সহ চাল সরবরাহ করা হয়েছে। এ বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালায়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারের লোকজনরা।

আরও খবর