সাতক্ষীরায় রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ইছামতি নদীর জোয়ারের পানির চাপ, বর্ষা মৌসুমে ভারী বর্ষন এবং বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ প্রাকৃতিক দূর্যোগের কারণে পর্যটন কেন্দ্রটির মাটি নদী গর্ভে চলে যাচ্ছে। উক্ত এলাকায় স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র, যা বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী ইছামতী নদীর তীরে গড়ে তোলা হয়েছে।
প্রতিদিন হাজার-হাজার ভ্রমণপ্রিয় দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যটন কেন্দ্র ভ্রমণ করেন। “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” এ সুন্দরবনের আদলে কৃত্রিমভাবে একটা মিনি সুন্দরবন গড়ে তোলা হয়েছে, যার আয়তন প্রায় ৩৫ একর। এই বনের মধ্যে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা ও অন্যান্য বনজ গাছের ভিতর দিয়ে ট্রেইলের মাধ্যমে ইছামতি নদীর তীর পর্যন্ত যাওয়া যায়।
এছাড়া এ মিনি সুন্দরবনে রয়েছে পাখির অভয়ারণ্য, যা পর্যটকদের আকৃষ্ঠ করে। উল্লেখ্য বাংলাদেশের ইছামতি নদী ও ভারতের হাসনাবাদের নদীর মোহনার তীরেই এ পর্যটনকেন্দ্র। বর্তমানে উক্ত ইছামতি নদীর তীর বড় জোয়ারে, বর্ষা মৌসুমে ভারী বর্ষণ এবং বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে প্রাকৃতিক দুর্যোগে নিয়মিত ভাঙন কবলিত হয়ে বাংলাদেশ অংশের স্থলভাগ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং উক্ত ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের কিছু গাছ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।
সম্প্রতি উক্ত মিনি সুন্দর বনে পুনরায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, যাতে উক্ত সমগ্র ম্যানগ্রোভ বন বিলীন হওয়ার উপক্রম হতে যাচ্ছে। যার কারণে বাংলাদেশের মূল স্থলভাগ সংকুচিত হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায়, “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সংলগ্ন ইছামতি নদীর তীরে স্থায়ী বেড়ী বাঁধ জরুরী ভিত্তিতে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ ঘন্টা ৩৯ মিনিট আগে