ড. অমিতাভ চক্রবর্তীর উলিপুরের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. অমিতাভ চক্রবর্তী ১৪ এপ্রিল সোমবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
তিনি সকাল ১১ টায় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, বেলা সাড়ে ১২ টায় বজরা পূর্ব পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দুপুর ২ টায় উলিপুর সরকারি কলেজ পরিদর্শন করেন। উলিপুর সরকারি কলেজে তাকে স্বাগতম জানান, কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন কালে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্প ও প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তার সাথে ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবু তাহের, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুর রহমান খোকন, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।