“বৃক্ষে ফলে চারপাশ, সবুজ শ্যামলে বসবাস”-এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গ্লোবাল সিটিজেন্স ফর হিউমিনিটি এর সহযোগিতায় গ্রীন ইকো’র উদ্যোগে সোমবার কুড়িগ্রাম কলেক্টরেট স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম আব্রাহাম লিংকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রীন ইকো’র উপদেষ্টা ড. তুহিন ওয়াদুদ, সুব্রত ভট্টাচার্য, গ্লোবাল সিটিজেন্স ফর হিউমিনিটির সভাপতি ডা. এহসানুল করিম, সদস্য ডা. শামিম আরা খান, তরুপল্লব এর সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, গ্রীন ইকো’র প্রতিষ্ঠাতা ও পরিচালক সঞ্জয় চৌধুরী, জয়সান ইয়োগা সেন্টার এর প্রতিষ্ঠাতা কুশল রায় জয় প্রমূখ।
আয়োজকরা জানান, ১০ হাজার কাঁঠাল চারা আগামী ৭দিন পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে এবং সেই সাথে আগামী বছর রংপুর বিভাগের ৮ জেলায় লক্ষাধিক ফলের চারা বিতরণ করা হবে।
২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে