কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেবেন চন্দ্র রায় (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধার পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের শিবমন্দির থেকে ২শ গজ উত্তরে বালারহাট-বকুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী ওই এলাকার মৃত মনমোহন চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বালারহাট বাজার থেকে বাড়ী যাওয়ার পথে ওই স্থানে দুই দিক থেকে আসা দ্রুতগামী দুই মোটরসাইকেল পথচারী ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর পড়ে সাথে সাথেই মাথা চৌচির হয়ে যায়। পরে এলাকাবাসী পথচারী বৃদ্ধকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে