কুড়িগ্রামে জেলাপর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সামাজিক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে কুড়িগ্রাম পৌরসভা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান প্রমূখ।
এসময় সামাজিক সম্প্রীতির ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, রামকৃষ্ণ মিশন কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ছানালাল বকসী, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস। বক্তারা বলেন, এবারে শারদীয় দুর্গোৎসবের উৎসবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবেনা। এবং এ বিষয়ে সকলে তৎপর রয়েছে।
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে