কুড়িগ্রামের সীমান্তবর্তী অঞ্চল ও চরাঞ্চলের শিশুদের মাঝে নতুন করে আশার আলো ছড়াচ্ছে মন রঙের পাঠশালা।
জানা গেছে,বর্তমানে মন রঙের পাঠশালা ২৫ টি স্কুলের সাথে যুক্ত হয়ে ৩৫০০ এর বেশি শিশুকিশোর কিশোরীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার, সুরক্ষা, যৌন হয়রানী ও নিপিড়ন সচেতনতা, সৃজনশীলতা, মেধা-মনন, মানবিকতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভুমিকা রেখে চলছে।
সংগঠনটির কর্মসুচিগুলো অনেকটা ভিন্ন।
কখনো পাপেট নিয়ে আবার রঙ ও সেপ নিয়ে, আবার পেপার অরিগ্যামী, বাবেল নিয়ে আবার দেখতে পাওয়া যায় কেউ বা এস্ট্রোনাট হিসাবে দাঁড়িয়ে আছে, কেউ বা ডাক্তারের পোশাকে। যেহেতু প্রতিটি শিশুই কল্পনায় অনেক গল্প / স্বপ্নের জাল বুনতে ও বলতে পছন্দ করে। কল্পনা থেকেই সৃষ্টি হয় উদ্ভাবনী শক্তি শিশুদের সেই কল্পরাজ্যে যুক্ত করতেই "হ্যান্ড পাপেট" গল্পের আসর করে থাকে এই সংগঠনটি ।
মন রঙের পাঠশালার সভাপতি শাহীন জানান , রঙের স্বীকৃতি হল ছোট বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানীয় উন্নয়নমূলক পদক্ষেপ, কারণ এটি বস্তুর স্বীকৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশুদের বর্ণনামূলক ভাষা ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। যা
স্পষ্ট যোগাযোগ ও বোঝার জন্য উৎসাহিত করে ।
মন রঙের পাঠশালার প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী জানান, কুড়িগ্রাম জেলার বিশেষ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের এলাকা গুলোতে শিশুকিশোর কিশারীরা সব থেকে পিছিয়ে রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। আগামীদিনের শিশুকিশোর কিশোরীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে মানসিক সুসাস্থ্য ও মেধা বিকাশে কাজ করে চলছে মন রঙের পাঠশালা।
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে