শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করা হয়েছে। বনানী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন।
এসময়, স্থানীয় আওয়ামিলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাষি, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়।
ধুতি-শাড়ি-লুঙ্গি পেয়ে অনেক খুশি সনাতন ধর্মাবলম্বী মানুষজন। নতুন পোশাক পরে দুর্গা দর্শনে যাবার কথা জানান তারা।ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরই দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ করেন এই নেতা। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের পাশে সব সময় থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দুর্গাপূজায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে বলেছেন। সে কারণে তাদের সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস।
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে