পুলিশের মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে । এ-সময় ৭কেজি নয়শো গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
ফুলবাড়ি থানাপুলিশ জানায়, উপজেলার
বালারহাট বাজার এলাকা থেকে মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে শেখ হাসিনা ধরলা সেতুর দিকে আসছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশের একটি চৌকস দল মিয়া পাড়া বাজারে ওঁৎ পেতে অপেক্ষা করতে থাকে। পরে রাত সাড়ে ৯ টার দিকে কাংখিত মাইক্রোবাসটি ওই এলাকায় আসলে পুলিশের থামার সিগনাল পেয়ে আরোহীরা পালানোর চেষ্টা করেে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ। এরা হলেন,পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) পরে গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে এর আগে একই দিনে অপর একটি অভিযানে বিকেলে ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম থেকে ওই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১) কে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ অর্থ এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে ফুলবাড়ি থানাপুলিশ।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে