সারাদিন জীবিকার তাগিদে ছুটে চলতে হয় গ্রামগঞ্জে বিভিন্ন ক্ষেত খামারে আবার কেউ বা শহরের ওলি গলিতে। দিন শেষে ফিরত নিজ বাড়িতে। হঠাৎ মাথাঠাই গুজানো বাড়িটি যদি গ্রাস করে নেয় সর্বনাশা নদ। নিরুপায় হয়ে কিই বা করার থাকে।
বলছিলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ । প্রতিদিন বিলীন হচ্ছে বসত বাড়ি,গাছ পালা ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভিটে হারা হচ্ছে বাড়ির মালিক। নিরুপায় হয়ে ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজন । এ মানব বন্ধনে এলাকার আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।
জানাগেছে, কিছুদিন থেকে উপজেলার তিলাই ইউনিয়নের ২নং ও ৪ নং ওয়ার্ডের চর বটতলা এলাকায় দুধকুমার নদীর পূর্বপাড়ে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় বসত ভিটা সহায়-সম্বল হারিয়ে নদীর পাড়ের মানুষজন কার্যত দিশেহারা হয়ে পড়েছে । ক্ষতিগ্রস্থ এসব ঘরবাড়ি হারা মানুষজন সম্প্রতি নদী ভাঙ্গন রোধে সরকারের জরুরি পদক্ষেপ এর দাবিতে নদীর পাড়ে মানববন্ধন করে। এসময় শতাধিক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, আব্দুল গফুর, জামাল উদ্দিন। বক্তারা বলেন নদী ভাঙ্গনে শতশত বাড়িঘর ও ফসলী জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও ভাঙ্গন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় এলাকাটি রক্ষায় তারা জরুরী ভিত্তিতে সরকারের উচ্চপর্যায়ের পদক্ষেপ দাবী করেন।
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে