কুড়িগ্রামে জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি ইন্টেন্সিভ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে রোববার পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় তিনি পুলিশসদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্মুক্ত এই ক্যাম্পের সেবা গ্রহন করার আমন্ত্রন জানিয়ে বলেন, পরবর্তীতে কুড়িগ্রামের চিকিৎসকদের সহযোগিতায় এরকম মেডিকেল ক্যাম্প আরও অনুষ্ঠিত হবে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ এম.এম তানভীর সাদাত, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ তাসলিমা আক্তার এবং নগর মাতৃসদন কেন্দ্র কুড়িগ্রামের ফ্যামিলি প্লানিং কো- অর্ডিনেটর ডাঃ শক্তি শংকর।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক সেবাগ্রহীতা পুলিশ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ পুলিশসুপার ও জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে